আনিস আরমান। কবি।

১৯৯২ সালের ১৩ ই মার্চ সাতক্ষীরা জেলার অন্তর্গত  শ্যামনগর থানার শ্রীফলকাটি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা, মাওলানা হাবিবুর রহমান, স্থানীয় মসজিদের খতিব ও ইমাম , মা, মোছা. করিমুন্নেছা বেগম।লেখালেখির হাতেখড়ি ছেলেবেলা থেকেই। মূলত তিনি সামাজিক বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি করেন। এছাড়াও প্রাকৃতিক বিভিন্ন অনুষঙ্গ, যেমন, ফুল, গাছ, নদী তাঁর লেখায় বিমূর্ত হয়ে ধরা দেয়। শব্দচিত্র আঁকেন তিনি প্রকৃতি থেকে রূপ-রস-গন্ধ নিয়ে। ফুল, পাখি, চাঁদ, নদী সব ছবির মতো ফুটে ওঠে তার লেখায়। ভালোবাসেন প্রকৃতি এবং শিশুদের। শিশুতোষ রচনায় তিনি এগিয়ে চলেছেন সমান তালে।

ইতোমধ্যে তিনি লেখালেখির জন্য কয়েকটি পুরস্কারও পেয়েছেন। ঝাল সৃজনশীল ছড়া চর্চা কেন্দ্র কর্তৃক 'শ্রেষ্ঠ ছড়াকার সম্মাননা', বাংলাদেশ প্রজন্ম পরিষদ কর্তৃক 'শ্রেষ্ঠ লেখক সম্মাননা', অন্যধারা সাহিত্য সংসদ কর্তৃক বিশেষ সম্মাননা, পাক্ষিক নবডাক ও কবিতার পাতা সাহিত্য পরিবার কর্তৃক বিশেষ সম্মাননা। এছাড়াও তিনি বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এবং জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত ছড়া, কবিতা লিখছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'চাই নতুন পৃথিবী'। বইমেলা'১৭ তে প্রকাশিত হয়। ২০১৮ এর বইমেলাতে তাঁর 'ফুলের দেশে পাখির মেলা' শিশুতোষ ছড়াগ্রন্থটি প্রকাশিত হয়েছে।