আনিস আহমেদ। কবি, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক। জন্ম বাংলাদেশের কুমিল্লায়।

তিনি ইংরেজি সাহিত্য ও ভাষা বিষয়ে ঢাকা এবং ইংল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশুনো করেছেন। ঢাকার নটরডেম কলেজ ও সেন্ট্রাল উইমেন্স কলেজে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা। পরে ১৯৮২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি ইংরেজি সাহিত্য এবং পরবর্তীতে ভাষাতত্ত্বে অধ্যাপনা করেন। ১৯৯৪ সালে বেতার সাংবাদিক হিসেবে যোগ দেন বিবিসি (BBC) লন্ডনে এবং ২০০১ সাল থেকে একইপদে কর্মরত রয়েছেন ভয়েস অফ আমেরিকা (VOA) ওয়াশিংটনে। ২০১০ সালে তিনি বেতার সম্প্রচারক হিসেবে ভয়েস অফ আমেরিকায় স্বর্ণপদক লাভ করেন ।

লন্ডনে কিছুদিন রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদক ড. উইলিয়াম রাদিচের সঙ্গে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের বাংলা বিভাগ, এবং একই প্রতিষ্ঠানের ভাষা শিক্ষা কেন্দ্রে বাংলা পড়িয়েছেন। খুব ছোটবেলা থেকে বেতার ও টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান করেছেন। আনিস আহমেদ স্বনামে ও বেনামে বাংলাদেশ এবং প্রবাসের বিভিন্ন পত্র-পত্রিকায় অসংখ্য নিবন্ধ লিখেছেন।

আনিস আহমেদ কবিতা লিখছেন ২০১৩ সাল থেকে। মূলত বাংলাদেশে শাহবাগ আন্দোলনের সময় মুক্তিযুদ্ধের চেতনার পুনরুত্থানের সময় থেকে তিনি একরকম স্বাদেশিক অনুভূতিতে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করেন স্বদেশ প্রেম, রোমান্টিক প্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং স্রষ্ঠার প্রতি সৃষ্টির প্রেম, এসব কিছুই তাঁর কবিতার প্রধান কয়েকটি দিক। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর ৭টি কবিতার বই।

প্রকাশিত বই: 'ইলিশিয়ামের প্রতীক্ষায়', 'শব্দ ও নৈঃশব্দের সুর', 'আলোকিত পালকের জলবিন্দু অন্তরপুরের নিরন্তর স্বপ্ন', 'জ্যোৎস্নার জলে জ্বর', 'কবিতা', 'বৃষ্টি এবং তুমি' এবং 'দুঃখ সুখের সুক্ষ্ণ সুর'। 'দূরের জানালা কাছের মানুষ' (গদ্যগ্রন্থ) বইটি একুশের বইমেলায় প্রকাশের অপেক্ষায়।