আরণ্যক বসু। কবি, নাট্যকার ও বাচিকশিল্পী। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।
প্রকাশিত বই: মেঘ রোদ্দুর নীলাকাশ (প্রতিভাস), শোকসভার পরে এবং অন্যান্য নাটক (একাল), মেঘ চলেছে হলুদ পুকুর (প্রিতম প্রকাশন), ছায়াপথের কাছে ও অন্যান্য নাটক (উ,খন্ড), মন খারাপের ছেঁড়া পাতারা (প্রয়াগ প্রকাশনী), ছোটবেলার ছাতা (দোয়েল), শালবনীর রাধাচুড়া (পাঠক), নীরপদ্মের পাড়া (পাঠক), নির্বাচিত নাটক (প্রয়োগ), একমুঠো শিমুলপলাশ (কৃতি), রাধাচুড়ার পাপড়িরা (লেখকমন), নির্বাচিত প্রেমের কবিতা (প্রতিভাস), নির্বাচিত দীর্ঘ কাবিতা (উ,খন্ড), আবৃত্তিযোগ্য কিশোর কবিতা (খেলাচিঠি), আবৃত্তিযোগ্য প্রেমের কবিতা ( খোলাচিঠি), মানুষের মুখ কবিতার ভাষা (মনীষা), মিছিলেই আছি প্রতিবাদে কবিতায় (মনীষা), সবাই আমায় ম্যাজিক দেখায় (পত্রভারতী), আকাশ রঙের ঘুড়ি (লেখকমন), চিরদিনের চিরভাস্কর (লেখকমন), আগামী দিনের নাটক গুচ্ছ (লেখকমন), একমুঠো দীর্ঘ কবিতা (কথোপকথন), আমার স্বপ্ন, আমার নাটক ((কথোপকথন), ভালোবাসা যেন ডাকে (কথোপকথন), প্রেম তুমি বেঁচে থাকো (কথোপকথন) চেনা মুখগুলো যখন দীর্ঘছায়া (অজ্ঞাত ) ১০০ প্রেমের কবিতা (অনিন্দ প্রকাশ)