আহমেদ মহিউদ্দিন। রাজনৈতিক কর্মী, রাজনীতি বিশ্লেষক ও হিউম্যান রাইটস আক্টিভিস্ট। জন্ম ১৯৬৪, বাংলাদেশের কুষ্টিয়ায়; ১৯৭৬ থেকে ঢাকায় বাস।

১৯৮২ খ্রিস্টাব্দ থেকে সামরিক শাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন, ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনসহ নানা শ্রমিক আন্দোলনের মাঠ কর্মী। ১৯৯০ খ্রিস্টাব্দ থেকে কিছুদিন আগে পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশ টেড ইউনিয়ন ফেডারেশন, গণতান্ত্রিক বিপ্লবী জোট, বাংলাদেশ লেখক শিবির ও জাতীয় মুক্তি কাউন্সিল সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তিনি মুলত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগের নিয়মিত লেখক। বাংলাদেশে বদরুদ্দিন উমর সম্পাদিত মাসিক 'সংস্কৃতি' পত্রিকা ও জাতীয় মুক্তি কাউন্সিল এর পাক্ষিক পত্রিকা 'জনযুগ'-এর লেখক।