ইতিকা বিশ্বাস। কবি ও শিক্ষক।

ইতিকা উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুর নগরের শিমুলপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর তিনি একজন উচ্ছল প্রাণের, মুক্তমনা, সদা হাসিখুশি, আনন্দময়ী, বাস্তববাদী, কল্পনাপ্রবণ, ভাবুক প্রকৃতির, আদর্শবাদী ও আত্মবিশ্বাসী। তিনি কবিতা লেখার পাশাপাশি গল্প, উপন্যাস, আত্মজীবনী, ছোটগল্পের লেখার প্রতিও সমআগ্রহী। তবে কবিতার প্রতি বিশেষ আকর্ষিত বলে একজন নবীন কবি হিসাবে নিজেকে সকলের সামনে তুলে ধরেছেন।

তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে বি.এড কলেজের শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পড়াশুনা ও লেখালেখির পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সমাজসেবামুলক কাজে জড়িত।