ইবনে শামস। কবি। জন্ম ১৯৯৬ খ্রিস্টাব্দ, বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। লেখাপড়া করছেন উদ্ভিদবিজ্ঞান বিষয়ে।

প্রকাশিত বই: 'স্বর্গের গালিচায় আগুন' (কাব্যগ্রন্থ, ২০১৮), 'পুরনো শরাব' (অনুবাদ কাব্যগ্রন্থ, ২০২০), 'হেলেন এবং তার আত্মহত্যাপ্রবণ গোলাপগুলো' (গল্পগ্রন্থ, ২০১৯), 'অন্তর্গত অসুখ' (কাব্যগ্রন্থ, ২০২০)।