ইসরাত জাহান। কবি। জন্ম বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী। বর্তমান নিবাস ঢাকায়। তেরোবছর বয়স থেকে লেখালিখি শুরু। লেখা শুরু করেছিলেন দৈনিক বাংলার বাণীর মাধ্যমে। তারপর দৈনিক আজকের কাগজে নিয়মিত লেখালিখিতে ছিলেন। এরপর হঠাৎ করে বারোবছর লেখালিখি থেকে স্বেচ্ছা নির্বাসন।

প্রকাশিত বই: 'তোমার কাছেই ফেরা' (কাব্যগ্রন্থ, ২০২০), 'আমার আছো তুমি' (কাব্যগ্রন্থ, ২০২১), 'ভাঙা চশমায় ভাঙল মন' (কাব্যগ্রন্থ, ২০২১), ‘নির্জনে’ (কাব্যগ্রন্থ, ২০২২)

ফেরা

ফেরা

ফেরা অনেক দিন আসিনি তোমার চোখের কোণে, বুকের পাশে, নিঃশ্বাসের চারপাশে। ভেবো না আমি পথ…..