উজান উপাধ্যায়। কবি।
কবিতাপুরুষ। জন্মের আগেই প্রথম দোয়াত শূন্যে কুড়িয়ে নেওয়া। যাপনের প্রতিটি কার্নিশে, ভ্রমণের প্রতিটি আক্ষেপে কবিতার মেয়ে কবি উজানের অক্ষরবৃষ্টিকে ছুঁয়ে থাকে প্রেমে-অপ্রেমে। শুষ্ক নগরীতে ভালোবাসা লিখতে এলাম - এই উচ্চারণে একাকীত্বের গর্ভে লালিত তার নির্জন, ম্যাজিকাল, অভিকেন্দ্রীয় রূপান্তর।
কলকাতা প্রেসিডেন্সির পদার্থবিজ্ঞানের প্রাক্তন ছাত্র ও বর্তমানে শিক্ষককবির বসবাস স্বনির্মিত ছায়াপথে - নির্লীপ্ত, নির্মোহ, নিরাসক্ত কবি উজান উপাধ্যায় বিশ্বাস করেন কবিতা তার ঈশ্বরী, পাঠক তার ঈশ্বর। অসীমের অনিশ্চিত কালগর্ভে কবিতার পায়ের কাছে বসে থাকে তাঁর নির্বিকল্প শব্দমালা।