উজ্জ্বল রায়। কবি। জন্ম-১ নভেম্বর, নিবাস -শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ; ভারত।

কবিতানদী, শব্দ কুড়িয়ে রাখেন সাদা কাগজের নৌকায়। মনের কুঠুরিতে অজস্র মৃতদেহের শয্যা একটি শব্দ অনেক গভীর প্রশ্নের বুকে অখণ্ড জরায়ুর ক্ষতচিহ্ন তাঁর। লেখালিখি ভালোবাসেন ও গান তাঁর প্রিয়। তিনি মনে করেন শিক্ষাগত যোগ্যতা বলে দিয়ে কী হবে, মানবিকতার পরিচয়ের যদি অস্তিত্ব না থাকে।