ঋতব্রত গুহ। কবি ও গল্পকার। জন্ম ১৯৮৮ সালের ১৫ ই সেপ্টেম্বর, ভারতবর্ষে। পেশাগত জীবনে বহুজাতিক সংস্থায় কর্মরত এবং বর্তমানে ব্যাঙ্গলোরে বাস। প্রথম সম্পাদনা 'নির্জনে বসে'। তারপর দীর্ঘবিরতি। গত কয়েকবছর ধরে আবার লেখালেখি শুরু করেছেন। 'দেশ' পত্রিকাসহ আরও বেশকিছু পত্রিকায় লেখা প্রকাশিত।