এইচ বি রিতা। কবি, প্রাবন্ধিক ও শিক্ষক। জন্ম বাংলাদেশের নরসিংদী জেলায়। বর্তমান নিবাস কুইন্স, নিউইয়র্ক। তিনি নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল শিক্ষকতায় জড়িত রয়েছেন দীর্ঘ ১৩ বছর ধরে। পাশাপাশি কাজ করছেন দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা ভার্সনে। এছাড়াও নিউইয়র্ক থেকে প্রকাশিত উইকলি বাঙ্গালীর নিয়মিত কলাম লেখক। ২০১৪ সাল থেকে তিনি বাংলাদেশে দুস্থদের চিকিৎসা ও অন্যান্য আর্থিক সহায়তায় 'থিংকিং দ্যা হিউমানিটি' নামক একটি নন-প্রফিট অর্গানাইজেশন পরিচালনা করে আসছেন।

প্রকাশিত বই: 'মৌনতা' (কাব্যগ্রন্থ), 'কবিতা তুমি ভবিতব্য কষ্টের প্রতিচ্ছবি' (কাব্যগ্রন্থ), 'রক্তাক্ত নীল' (কাব্যগ্রন্থ), 'দুঃখ জলের লহরী' (কাব্যগ্রন্থ) এবং 'বিনু' (উপন্যাস)।