কাজী নাসির মামুন। কবি ও লেখক। জন্ম ০৯ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রিঃ। শৈশব থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় বসবাস। পারিবারিক জীবনে ২ সন্তানের জনক তিনি। ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করছেন। শিক্ষকতার বাইরে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ সহকারী পরিচালক পদে কিছুদিন প্রেষণে নিযুক্ত ছিলেন। কবিতা ছাড়াও তাঁর অনেক প্রবন্ধ, সমালোচনা এবং কিছু গল্প বিভিন্ন লিটল ম্যাগ এবং জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় ছাপা হয়েছে। সম্পাদনার সাথে যুক্ত - মেইনরোড (লিটল ম্যাগ)। প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘লখিন্দরের গান’ (২০০৬), ‘অশ্রুপার্বণ’ (২০১১), ‘কাক তার ভোরের কোকিল’ (২০১৭),‘Song of Lokhindar’ (২০১৪) [লিভারপুলের Antivirus Publications থেকে লখিন্দরের গান কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ], 'রোহিঙ্গাপুস্তকে আত্মহত্যা লেখা নেই' (২০১৮) সম্মাননা পেয়েছেন: কবিতাসংক্রান্তি সম্মাননা, ২০০৭ তাঁর প্রকাশিত বইসমূহ: