কুমারেশ তেওয়ারী। কবি। জন্ম ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আসানসোলের কন্যাপুরে।

পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে। কৃত্তিবাস, কবিতা আশ্রম, আরম্ভ সহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

প্রকাশিত বই: ‘জুড়ন পুকুর’ (প্রিয়শিল্প প্রকাশন), ‘ব্যালেরিনা ও নকশি কাঁথায় নষ্ট গন্ধ’ (প্রতিভাস) 'শব্দ স্নানে বেজেছে এস্রাজ’ (বইতরনী)