খাতুনে জান্নাত। কবি ও সাহিত্যিক। জন্ম ১২ জুলাই ১৯৬৯, বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ।

প্রকাশিত বই ৫টি। 'দিনান্তে দেখা হলে' (কাব্যগ্রন্থ, ২০০৯), 'জীবনের কাছে ফিরে' (কাব্যগ্রন্থ, ২০১০), 'নিরন্তর রোদের মিছিলে' (কাব্যগ্রন্থ, ২০১২), 'মুঠো খুলে দেখি' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'শিউলির কথা' (কৈশোরোপন্যাস, ২০১৯)।