গোলাম কবির। কবি, সংবাদকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
২৫ আগস্ট, ১৯৪৮ খ্রিস্টাব্দ লক্ষীপুর জেলার দত্তপাড়া উত্তর মাগুরী গ্রামে জন্ম। বর্তমানে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরোতে বসবাস। পিতা- মরহুম মোবারক আলী, মাতা- মরহুমা জয়গুণ ভানু। ৭ ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বোন সবার বড়। তিনি এবং তাঁর ছোট ভাই লন্ডনবাসী। অন্য ভাইদের মধ্যে একজন ফ্রান্সের প্যারিস এবং আরেকজন কানাডার টরেন্টোতে বসবাস করেন।
লেখালেখি শুরু ১৯৬৩ সাল থেকে। ১৯৬৪ থেকে লেখালিখি করে আসছেন দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, দৈনিক পয়গাম, পূর্বদেশ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক, দৈনিক দিনকাল, দৈনিক জং ( উর্দু, কবির লেখা গল্পের উর্দু অনুবাদ), সাপ্তাহিক জনতা, জনপদ, যুগভেরী, সিলেট কন্ঠ, চিত্রাকাশ, মাসিক সচিত্র সন্ধানী, নওবেলাল, মোহাম্মদী, টাপুর টুপুর, কিশলয় ইত্যাদি পত্রিকায়। বিলেতে সাপ্তাহিক জনমত, সুরমা, পত্রিকা, নতুন দিন, সিলেটের ডাক, বাংলা পোস্ট, ইত্যাদিতেও নিয়মিত লেখালিখি করছেন। মূলত ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথাই তাঁর লেখার বিষয়। সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন যুগভেরী, সংবাদ, জনপদ পত্রিকায়। চাকুরি করেছেন সাপ্তাহিক বিচিত্রা, বাংলাদেশ রেলওয়ে, ফার্মাসিউটিক্যালস এবং বিলেতের কিংক্রস রেডিও কারস এ। দীর্ঘ চাকরিজীবন শেষে থিতু হয়ে এখন অবসরে।
১৯৬৪ থেকে মঞ্চাভিনয়, ১৯৭৪ সালে রেডিও বাংলাদেশ এবং ১৯৮৪ সালে বাংলাদেশ টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্তি, ১৯৬৯ সালে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নাট্যবিভাগে কার্যক্রম এবং অভিনয়, গ্রুপ থিয়েটার রঙ্গণা ইত্যাদিতে শতাধিক মঞ্চাভিনয় এবং নাট্য পরিচালনা করেছেন। চলচ্চিত্র প্রযোজক হিসেবে পূর্ণ দৈর্ঘ বাংলা ছায়াছবি 'জনম জনম' প্রযোজনা ১৯৬৪ ( মুক্তি পায় ২৯ সেপ্টেম্বর ১৯৯৬)। লন্ডনের 'বাংলা টিভি'তে প্রচারিত রবীন্দ্রনাথ ঠাকুরের 'রবিবার' টিভি নাটক পরিচালনা করেছেন। দীর্ঘ ৪৬ বছর ধরে উদীচির সাথে যুক্ত।
প্রকাশিত কাব্য ও ছড়াগ্রন্থ: হে সময় হে বন্য শত্রুরা ১৯৭৯ (ত্রিভুজ সাহিত্য গোষ্ঠী, শ্রীমঙ্গল) অদৃশ্য বাস্তব নয় অথচ আকাশ ২০০৭, ভিনদেশী রাক্ষস ২০০৭ (আমির প্রকাশন, বাংলাবাজার, ঢাকা), জলবালিকা ২০১৩ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, বাংলাবাজার, ঢাকা), প্রবন্ধ-নিবন্ধ: স্মৃতিকথা: মার্চ থেকে ডিসেম্বর ২০০৭ (আমির প্রকাশন) এবং মার্চ থেকে ডিসেম্বর দ্বিতীয় সংস্করণ ২০১৩ ( ইত্যাদি গ্রন্থ প্রকাশ )
২০১০ সালে কবি সংসদ ঢাকা থেকে পেয়েছেন কবি শামসুর রাহমান সাহিত্য পুরষ্কার।
লেখকের প্রকাশিত বইসমূহ: