গৌরব চক্রবর্তী। কবি। জন্ম- ১৯৮৬ সালে, ভারতের অসম রাজ্যস্থিত ফকিরাগ্রামে।

লেখালেখি ২০১০ সাল থেকে বিভিন্ন ছোট-বড় পত্রিকায় ও নানান দৈনিক এবং সংবাদপত্রে ও বিভিন্ন প্রথম শ্রেণীর বাণিজ্যিক পত্রিকায়। এছাড়াও রেডিও এবং টেলিভিশনে, নানান সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে কবিতাপাঠ।

প্রকাশিত বই কবিতাগ্রন্থ: 'পাগলের জার্নাল' (ধানসিঁড়ি- ২০১৪), 'একটি মিথ-এর বালিশ' (দি শী বুক এজেন্সি- ২০১৫), 'স্মৃতিটোরিয়াম-১ম খণ্ড' (ইতিকথা এখন- ২০১৬), 'ও প্রায় প্রেমগুচ্ছ' (সিগনেট প্রেস- ২০১৭), 'ভ্রমণবল্লভ' (শব্দসাঁকো- ২০১৮), 'গোধূলি রেজিমেন্ট' (হাওয়াকল- ২০১৮), 'নৈঃশব্দ্যবল্লরী' (তাবিক প্রকাশনী- ২০১৮), 'স্মৃতিটোরিয়াম- ২য় খণ্ড' (আলোপৃথিবী- ২০১৮)। গদ্যগ্রন্থ: 'স্মৃতিতুতো মেঘলায়' (বীরুৎজাতীয়- ২০১৮)।