জয়ন্তী কর্মকার। কবি ও অভিনয় শিল্পী।

জন্মস্থান বাঁকুড়া। বেড়ে ওঠা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে। প্রাথমিক শিক্ষা বাঁকুড়াতে পরে পশ্চিম মেদিনীপুরে। বর্তমানে স্থায়ী বসবাস কলকাতায়। কর্পোরেট সংস্থায় চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সার অ্যাঙ্কারিং এবং অভিনয় করে থাকেন। আবৃত্তি করতে ভালোবাসেন। নিয়মিত কবিতা, গল্প লিখেন। জনান্তর, ঘাটপেরিয়ে, চিত্রকাব্য, ৯ নং সাহিত্য পাড়া লেন, শব্দশাঁকো, নবপ্রভাত, নবপ্রয়াস, শ্রুতিলিখন - পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ হয়। এছাড়াও নমিতাঙ্গন, খাস সমাচার, ফুলকি, চিকন , কাগজের ঠোঙা, লন্ডনের -ব্রিকলেন, অস্ট্রেলিয়ার- সুপ্রভাত সিডনি,  বাংলাদেশের - বিদ্রোহী সাহিত্য পরিষদ - এই পত্রিকাগুলোতেও একাধিকবার লেখা প্রকাশিত হয়েছে।