তোমার সঙ্গে প্রথম চুম্বন
তোমার সঙ্গে প্রথম চুম্বন এই শহুরে রাস্তা-স্লেটের মতো হুডতোলা রিকশার সন্ধ্যা আঁকে ঠোঁটের মামলেটে জড়িয়ে…..
তোমার সঙ্গে প্রথম চুম্বন এই শহুরে রাস্তা-স্লেটের মতো হুডতোলা রিকশার সন্ধ্যা আঁকে ঠোঁটের মামলেটে জড়িয়ে…..
রাত যেনো গাঁদাফুলের পাঁপড়ি এ্যারজু বলল,টিপু-সোজা হয়ে দাঁড়ান যমজ বাহু ঝুলিয়ে আমি পথের গায়ে হেলান…..
শিল্পছবি এই নিভৃত ঠিকানায়-তুমি এমনই এক শিল্পছবি শুন্য থেকে ভরাট-পড়শিবাড়ির মালকোচা জানালায় -নতুন প্রতীক্ষা,অজান্ত উদাসীন-বিনির্মাণে…..
আমাদের দলছুট বয়স তাঁর মগ্ন সুর আমাকে বারংবার বাঙালী করে। জন্ম দেয় রচিত ভোর- অরণ্যবীথির…..
আমার শহরের যৌবন আমার শহরের যৌবন বুড়ো হয়ে যাচ্ছে। পিচঢালা রাস্তা,ধূলো ধূসরে ডিমপোজের মতো চতুর্পাশে…..
বসন্ত বিছানো পথ শুকনো হাসিতে দাঁড়ানো কাঠের দরজা শাহবাগ মিউজিয়াম নিজের ভেতর ডাকে আমাদের পরিণতবয়স…..
কুয়াশা ভাঙা রোদ সরে যাচ্ছে শহরের উঠোন ভরা প্রার্থনা অতল বৃক্ষদের কানে কানে গোপন ধ্বনি…..
জলমুদ্রা চোখের জল এত নোনতা,স্রোতের ধ্বণিতে হুড়মুড়িয়ে ফেরত দেয় নিঃসঙ্গতা আর সুখ হারানোর গান-জলমুদ্রা; কার…..
কঙ্কালমালিনীর শেষকথা হাঁটছি ছায়ার সঙ্গে কথা বলতে বলতে হাতের ডান পাশ করাত কাটা গাছের…..
আমাদের স্বাধীনতা আজও দেখি শব্দের ভিড়ে স্বচোখ ভরা আমাদের স্বাধীনতার আসাযাওয়া- শোরগোল পেরুনো অক্লান্ত ইতিহাস…..