শ্রী দুলাল সুর। কবি ও সংস্কৃতিকর্মী। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা।
তিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আজীবন সদস্য। কবিতা ও সাহিত্য রচনা ছাড়াও শ্রী সুর মঞ্চে থিয়েটার অভিনয় করে থাকেন। বর্তমানে তিনি মধ্যমগ্রামের 'রূপকল্প' ও হৃদয়পুরে অবস্থিত 'স্পন্দন' নাট্যসংস্থার সাথে যুক্ত।