দেবতনু ভট্টাচার্যর জন্ম ১৯৮০ সালে, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ রোডে। ১৯৯০ সাল থেকে পাকাপাকি বেহালায় বসবাস শুরু করেন। পেশায় ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে সৌর শক্তির প্রয়োগ ও ব্যবহারের সঙ্গে যুক্ত। কর্মসূত্রে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়িয়েছেন এবং বর্তমানে মুম্বইতে থাকেন।
কারিগরী পেশার পাশাপাশি সাহিত্যচর্চা তার প্রিয় বিষয় এবং খুব ছোটবেলা থেকেই কবিতা, প্রবন্ধ, গল্প ইত্যাদি লেখা শুরু করেছিলেন, যদিও বই প্রকাশের বিষয়ে বরাবরই আড়ষ্ট ছিলেন। ইদানীং বেশ কিছু কবিতা ও ছোটগল্প "উন্মেষ বেহালা", "এপার ওপার ইছামতী" ইত্যাদি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।