দেবশ্রী চক্রবর্তী। কবি, লেখক ও ঔপন্যাসিক।

দেবশ্রীর জন্ম ১৯৮২ সালের ৯ ই এপ্রিল। উত্তর ২৪ পরগণার ইছাপুরে। আদি নিবাস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া। কৈশোর কেটেছে ইছাপুরে। ইছাপুর নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হন। পরে আধুনিক ইতিহাসে এম,এ পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দাদা মশাই বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক শ্রী বিনয় ভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। বিবাহ পরবর্তী জীবনে স্বামীর চাকরির জন্য রাজ্যের বিভিন্ন জেলায় থাকতে হয়। এইসময় সমাজসেবার কাজে জড়িয়ে পড়ার সুবাদে সমাজের বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, সেই থেকে লেখা শুরু। লেখিকার লেখাতে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠেছে। লেখিকা পথশিশুদের নিয়ে 'অঙ্কুর' নামক একটি সাংস্কৃতিক দল তৈরি করেছেন। শুধু পশ্চিমবঙ্গই নয়, আসামের গুয়াহাটির 'মত ভিন্নমত', 'দোতারা', দিল্লি থেকে প্রকাশিত 'এক্সপ্রেস নিউজ' এবং বাংলাদেশের স্বাধীন বাংলা২৪, মানবকণ্ঠ, জনকণ্ঠ পত্রিকাতেও নিয়মিত লেখালিখি করেন।

প্রকাশিত বই- 'উমার আত্মকথা' (কাব্যগ্রন্থ), 'শ্রীর খোলা জানালা' (উপন্যাস), 'মনবনীর কাব্যকথা'(কাব্যগ্রন্থ), 'খোঁজ' (উপন্যাস), 'সত্যি সরাই' (গল্প গুচ্ছ) [বাংলাদেশ অমর একুশে বইমেলা ২০১৬ তে প্রকাশিত], 'লাল চায়নার পাতা', 'ধর্ষণের সেকাল ও একাল'।