দেবাশিস্ ভট্টাচার্য। লেখক, গবেষক ও যুক্তিবাদী আন্দোলনের নেতা। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।

তিনি 'ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি'-র সাধারণ সম্পাদক। গত আড়াই দশকেরও বেশি সময় ধরে তিনি যুক্তিবাদী চিন্তা ও আন্দোলনে সক্রিয়ভাবে উপস্থিত রয়েছেন। ধর্মান্ধতা-অলৌকিকতা-কুসংস্কার ও ওই ধরনের নানা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, তদন্ত করেছেন, লেখালিখি করেছেন। তবে, সুনির্দিষ্ট ইস্যুকে অতিক্রম করে তাঁর লেখালিখি স্পর্শ করে যায় যুক্তি ও বিজ্ঞানের ভিত্তিস্বরূপ নানা গভীর তত্ত্বগত প্রশ্নকেও। তিনি ও তাঁর সংগঠনের সহকর্মীরা শহরে গ্রামে গঞ্জে অসংখ্য ‘অলৌকিক’ গুজবের উন্মোচন করেছেন, কয়েক হাজার কুসংস্কারবিরোধী অনুষ্ঠান করেছেন, ধর্মীয় বুজরুকদের আইনিভাবে অভিযুক্ত করেছেন, যুক্তিবাদী বই-পত্রিকা-ক্যালেন্ডার-অ্যালবাম প্রকাশ করেছেন। স্বভাবতই, তাঁদের কণ্ঠস্বর গুরুত্ব পেয়েছে প্রচারমাধ্যমেও। অযুক্তি ও অবিজ্ঞানের বিরুদ্ধে লেখকের বহুসংখ্যক রেডিও-কথিকা সম্প্রচারিত হয়েছে, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর প্রতিবাদী বক্তব্য ও বিশ্লেষণ। তাঁর লেখনী বিশেষভাবে সক্রিয় থেকেছে বিজ্ঞানের ভেক ধরা অবিজ্ঞান ও অযুক্তির মুখোশ খুলতে।

প্রকাশিত বই: 'যুক্তিবাদীর মর্মকথা'।