ধীমান চক্রবর্তী। কবি। জন্ম ৪ অক্টোবর ১৯৫৫, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতা।
প্রকাশিত বই (প্রবন্ধগ্রন্থ 'বেজে ওঠা সূর্যাস্ত' ছাড়া অন্যান্য সকল গ্রন্থই কাব্যগ্রন্থ): আপনাদের স্মরণে (১৯৮৭), আগুনের আরামকেদারা (১৯৮৯), কাচ শহরের মানুষ (১৯৯১), দস্তানা ভ’রে উঠছে (১৯৯৩), যমজ পাথর (১৯৯৫), চাঁদের সাপলুডো (১৯৯৬), জ্যোৎস্না কলস (১৯৯৮), Dream Sequence And Snake Ladder (1998), ধূসরজিপসি বৃষ্টিরিক্সা (১৯৯৯), বয়সসন্ধিতে কয়েক মাইল নিষিদ্ধ পায়রা (২০০০), বনসাই আলোসঙ্গীত (২০০১), আয়নাকে পথ দেখিয়ে (২০০৪), সাদা আশ্রয় (২০০৫), ফুল তোলা কুয়াশা (২০০৬), ধীমানের চরাচর (২০০৮), মোরামে ফালগুনে (২০০৮), পাখিদের রোববার (২০১০), স্থানীয় রং (২০১০), জেব্রাপারাপার থেকে (২০১১), টিয়াআলো অচেনাচিয়ার্স (২০১৩), ছায়াদের ভালোটুকু (২০১৫), ভুলে যাওয়ার খেলা (২০১৬), দ্বিতীয় পৃথিবী (২০১৭), জলছবির শুন্যগুলি (২০১৯), ভাঙা আরশিতে আমি একজন গাছ (২০২০), বেজে ওঠা সূর্যাস্ত (প্রবন্ধ, ২০০৯),
সম্মাননা পেয়েছেন: কবি বিষ্ণু দে পুরস্কার (১৯৯০), কৌস্তভ পুরস্কার (১৯৯৭), কবিতা পাক্ষিক সম্মাননা পুরস্কার (১৯৯৮), সেই সন্দীপন সম্মাননা পুরস্কার (২০০১), কবি মঞ্জউষ দাশগুপ্ত সম্মাননা পুরস্কার (২০০৩), সাহিত্য রং বেরং পুরস্কার (২০০৭), আমি পত্রিকা সম্মাননা ৯২০১০), কালকথা পত্রিকা – সম্মাননা পুরস্কার (২০১৬), ঐহিক পত্রিকা – সম্মাননা পুরস্কার (২০১৮), জলধর স্মৃতি স্মারক সম্মাননা পুরস্কার (২০২০)।