ধীরাজ দণ্ডপাট। বিজ্ঞান ও যুক্তিবাদী লেখক।

জন্ম জুনের চার তারিখ, ১৯৫৯ সাল,ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রামে। প্রাথমিক শিক্ষা গ্রাম্য বিদ্যালয়ে। কর্মসূত্রে কলকাতার বাসিন্দা। আঞ্চলিক ছোট ছোট বুলেটিনগুলোতে লেখা লেখি শুরু সেই শৈশবেই। ১৯৮৫ সালে এক বন্ধুর সাথে গড়ে তোলেন 'বিজ্ঞান চেতনা ফোরাম'। সমাজদূষণ নির্মূলকরণে নিবেদিত বিগত ৩৩ বছর ধরে। নিয়মিত লেখক ‘মুখপত্র চেতনা'।