নন্দিনী সেনগুপ্ত। কবি ও ভূতাত্বিক।

কবিতায় প্রকৃতি ও মানুষ মিলেমিশে যায়। তাঁর লেখা কবিতা গল্প, প্রবন্ধ ইত্যাদি নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায় এবং ওয়েবম্যাগে। মৌলিক লেখা ছাড়াও ইংরেজি এবং জার্মান ভাষার লেখালেখি অনুবাদ করা তাঁর বিশেষ পছন্দের কাজ। এছাড়াও দূরদর্শনে সাহিত্যবিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা, লিটল ম্যাগ সম্পাদনা এবং কবিতা ক্লাবসব বিভিন্ন সাংগঠনিক কাজের সাথে তিনি জড়িত।

প্রকাশিত বই: ‘অরণ্যমেঘবন্ধুর দল' (২০১৬)।