নাজিম উদ্দিন, পিএইচডি। লেখক, বিজ্ঞানী ও সমাজ বিশ্লেষক।  জন্ম নারায়ণগঞ্জে, বেড়ে ওঠা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। পেশাগতসূত্রে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়ায় বসবাস করছেন।

তিনি অংশুমালী'র যুক্তরাষ্ট্র (USA) চ্যাপ্টারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেখাপড়া করেছেন ঢাকার নটরডেম কলেজে। এরপর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স। একইসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে ফরাসি ভাষায়ও তিনি ডিপ্লোমা অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাট চুকিয়ে চাকরি করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস)। এরপর ২০০৫ সালে উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনিভার্সিটি অফ উইসকনসিন-মিলওয়াকি থেকে রসায়নে এম,এস এবং পিএইচডি অর্জন করেন। মাঝে বৎসরাধিককাল কানাডার টরন্টোতে বসবাস এবং টরন্টো ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি থেকে ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি নিয়ে ডিপ্লোমা ও কোম্পানিতে চাকরি করেছেন। এরপর মিশিগান স্টেইট ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টরাল গবেষণায় সম্পন্ন করেন। ২০০৭ থেকে ব্লগ ও অনলাইনে নিয়মিত লেখালখি করছেন। বাংলা ভাষায় আলকেমির ওপর প্রথম বই প্রকাশিত হয়, যার লেখক নাজিম উদ্দিন।

প্রকাশিত বই: ‘আলকেমি- ইতিহাস, ঐতিহ্য ও বিজ্ঞান’ (২০১৬)।