নিনা ফিয়া (ছদ্মনাম)। কবি। ১৯৮৭ সালের শেষার্ধে বাংলাদেশের দক্ষিণ বাঙলার এক কৃষকের পরিবারে জন্ম।

নিজেকে আড়ালে রেখে লেখেন তিনি।  দারিদ্রতা ও কুসংস্কার এর সাথে কুস্তি লড়ে, নীতিহীন সমাজ প্রধানদের নিপীড়ন দাঁতে দাঁত রেখে সহ্য করে, ধর্মান্ধতার সাথে লড়াই করে বেড়ে ওঠা ৩২ বছর বয়সী তরুণ কবি তিনি। সামাজিক অবক্ষয়, নীতিহীনতা, জরাক্রান্ত রাষ্ট্রীয় বাবস্থা, সাম্প্রদায়িক দাঙ্গা, পুঁজিবাদীর বাজার তাঁর লেখনীর মূল উপাদান। তিনি বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেক্রেটারিয়াল পেশায় নিযুক্ত আছেন।