নিবেদিতা গাঙ্গুলী। জন্ম, বড় হয়ে ওঠা এবং প্রারম্ভিক পড়াশোনা ভারতে।
কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে উচ্চ শিক্ষালাভের জন্য আমেরিকায় আসেন। আমেরিকার কান্সাস উনিভারসিটি থেকে ইনটারনাল মেডিসিনে শিক্ষা লাভ করার পর ইনফেকসাস ডিসইস-এ ফেলশিপ অর্জন করেন। গত পঁচিশ বছর ধরে আমেরিকা বাসী পরিবারসহ। পেশাগতভাবে ডাক্তার হলেও কবিতা, গান, গল্প লিখতে ভালবাসেন, ছবি আঁকতে ভালবাসেন।পূর্ব প্রকাশিত বই আমেরিকাতে ( We- আমরা ) ২০১৭। ডাঃ নিবেদিতা গাঙ্গুলী এবং কলকাতা নিবাসী বিশিষ্ট গায়ক ও সঙ্গীত পরচালক মিঃ নির্মাল্য রায়ের যুগ্ম প্রচেষ্টায় আমেরিকা আর ভারতবর্ষ, এই দুটি দেশের মিল বন্ধনে গড়ে উঠেছে (We-আমরা ) প্রজেক্ট, বিশ্ব শিশুদের জন্য, প্রধানতঃ পৃথিবী মা আর মাতৃভাষার প্রতি শ্রদ্ধা,ভালবাসা আ র সচেতনতা জাগাবার জন্য।