নিরুপম চক্রবর্তী। কবি। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতা।
জনশ্রুতি এইরকম যে তিনি স্বদেশে ও বিদেশে কিছু অপ্রয়োজনীয় প্রযুক্তিবিদ্যার অধ্যাপক ও সাম্মানিক অধ্যাপক পদে আসীন। প্রথাগত অশিক্ষার শুরু ভারতবর্ষে ও সমাপ্তি আমেরিকা যুক্তরাষ্ট্রে। বাংলা ও ইংরেজি ভাষায় বর্ণপরিচয় ও ফার্স্টবুক পাঠ সমাপ্ত করেছেন।
প্রকাশিত বই: 'নিজস্ব বাতাস বয়ে যায়' (কাব্যগ্রন্থ) ও ‘বেস্কিড পাহাড়ের ভার্জিন মেরি’ (কাব্যগ্রন্থ)। এছাড়াও কিছু নির্বাচিত কবিতার ইংরেজি ও ফিনিশ ভাষায় অনুবাদ Enchantress হেলসিঙ্কি থেকে প্রকাশিত হয়েছে।