নীলাদ্রি দেব। কবি। জন্ম ১৪ এপ্রিল ১৯৯৫ খ্রিস্টাব্দ, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কোচবিহারে। পড়াশুনো করেছেন শরীরবিদ্যায় স্নাতক। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত।

প্রকাশিত বই: 'ধুলো ঝাড়ছি LIVE' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা' (কাব্যগ্রন্থ, ২০১৯), এবং 'নাব্যতা' (কাব্যগ্রন্থ, ২০১৯)।