নূপুর কান্তি দাশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক। পরবর্তীতে নতুন দিল্লীস্থ জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন মলিকিউলার বায়োলজিতে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে গৱেষণা করছেন। বিশ্বাস করেন অনুভূতি ও স্বপ্নের সৎ অনুবাদই কবিতা। সমসাময়িক সব কবির লেখা তুমুল আগ্রহ নিয়ে অনুসরণ করেন। বাংলা তো বটেই, বিশ্বসাহিত্যের একনিষ্ঠ পাঠক।