নূরুল হক। কবি। জন্ম বাংলাদেশের কুমিল্লায়। বর্তমান নিবাস রুমানিয়া। তিনি রুমানিয়ায় অবস্থিত মুনির মেইজিদ ফাউন্ডেশন এর সর্বোচ্চ নীতিনির্ধারণ কমিটির সদস্য।

প্রকাশিত বই: ২০টি। 'পেইন অফ ইনোসেন্স' কাব্যগ্রন্থের জন্য 'ইয়াসির আরাফাত বিশ্ব শান্তি পুরষ্কার' ছাড়াও বিভিন্ন সনদ ডিপ্লোমা ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত মাসিক সংকলনপত্র 'আমাদের বুড়িগঙ্গা'র প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।