পঙ্কজ ঘোষের জন্ম ১৯৮৮ সালের ২২ শে জুন। শিলিগুড়ি নিবাসী পঙ্কজ পশ্চিমবঙ্গের প্রথম দশকের একজন কবি। 'উত্তরের কবিমন' পত্রিকার একজন সম্পাদক। তার কবিতায় নিসর্গ, প্রেম-অপ্রেম, জটিল জীবনের কাব্যিক বর্ণনায়ন স্থান পায়। স্বল্প কথায় দীর্ঘ পটভূমির বিন্যাস তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। পঙ্কজ ভালোবাসেন সব ধরনের বই পড়তে, গান শুনতে আর পুরোনো বই সংগ্রহ করতে।