পল্লববরন পাল। কবি। জন্ম ১৯শে এপ্রিল ১৯৫৮। হাওড়া শিবপুরের স্থায়ী বাসিন্দা।
পেশায় আন্তর্জাতিক অভিজ্ঞ আর্কিটেক্ট, নেশায় আপাদমস্তক কবি, গদ্যকার, চিত্রশিল্পী - সঙ্গীত নাটকে নিবেদিত। তিনি দীর্ঘদিন ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রকাশিত বই: এ পর্যন্ত লেখকের ১৬টি বই প্রকাশিত হয়েছে। যথা: 'সিম্ফনি' (যৌর্থ কবিতা সংকলন, ১৯৮২, শব্দ), 'ঝরে যাবো প্রতিক্ষায় থেকো' (কবিতা সংকলন, ১৯৯১, প্রোরেনাটা), 'নদী আমার ধর্মপত্নী হবে?' (কবিতা সংকলন, ১৯৯৫, তিন নম্বর চোখ), 'ইতি সিদ্ধার্থ' (গদ্য উপন্যাস, ১৯৯৭, তিন নম্বর চোখ), 'চিতাবাঘের বাচ্চা' (কবিতা সংকলন, ২০০৬, নবজাতক), 'বিনিদ্র তেমাথা অপক্ষোয়', (কবিতা সংকলন, ২০০৯, কৃত্তিবাস) 'আগুনবৃষ্টি বৃষ্টিআগুন' (কবিতা সংকলন, ২০১০, প্রতিভাস), 'প্রতিবেশী বর্ণমালা ছবি' (কবিতার অ্যালবাম, ২০১০, প্রতিভাস), 'লালফোঁটা নীলফোঁটা' (কবিতা সংকলন, ২০১৯, পরম্পরা), 'ডানায় রৌদ্রের গন্ধ' (যৌর্থ কবিতা সংকলন, ২০১২, পরম্পরা), 'আটটা তেত্তিরিশ থেকে কামদুনি' (কবিতা সংকলন, ২০১৪, পরম্পরা), 'চুম্বন নিয়ে প্রবন্ধ' ( কবিতা সংকলন, ২০১৬, পরম্পরা), 'প্রিয় ২৫' (নির্বাচিত কবিতা সংকলন, ২০১৬, শব্দহরিণ), 'ত্রিত্তলে ৫০' (কবিতা সংকলন, ২০১৭, ঋতবাক) 'আবহে জয়জয়ন্তী' (কবিতা সংকলন, ২০১৮, ঋতবাক) এবং 'পল্লব ৬০' (নির্বাচিত কবিতা সংকলন, ২০১৯, ঋতবাক)।