পারিজাত ব্যানার্জী। কবি ও গল্পকার। জন্ম ভারতের ধানবাদে হলেও আদ্যপ্রান্ত বেড়ে ওঠা কলকাতায়, বর্তমান নিবাস অস্ট্রেলিয়ার সিডনি।

প্রকাশিত বই: 'লাল স্নানের গন্ধ' (গল্প সংকলন, ২০১৭), 'কৃষ্ণ অন্ত কাব্য' (পৌরাণিক কবিতা সংকলন, ২০১৭), 'তেরো চক্রে ভুত' (অণুগল্প সংকলন, ২০১৭) 'তবুও বেহিসাবি খুচরো কথারা' (গল্প সংকলন, ২০১৮), 'চরিত্রেরা' (উপন্যাস, ২০১৯)