পৃথা রায় চৌধুরী। কবি, লেখক ও পরিবেশ বিজ্ঞানী।

জন্মস্থান ভারতবর্ষের ঝাড়খণ্ডের ধানবাদ শহরে। সাহিত্য চর্চা শুরু, ছোটবেলা স্কুলে থাকতেই। প্রাণীবিদ্যায় স্নাতকোত্তর ও পরিবেশ বিজ্ঞানে ডক্টরেট। এপার ওপার বাংলার বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও অনলাইন ওয়েবম্যাগ ও ব্লগে নিয়মিত লেখালিখি করেন ২০১২ সাল থেকেই। নিজের একক কাব্যগ্রন্থ তিনটি... 'মন্দ মেয়ের সেলফি', 'জন্মান্তরে সিসিফাস' ও 'শব্দ এক পুরুষপাখি'। এ ছাড়া এপার ওপার বাংলার বিভিন্ন কবিতা সংকলনে স্থান পেয়েছে তাঁর কবিতা। কিছু কাব্য সঙ্কলনের সম্পাদনা করেছেন ও ক্ষেপচুরিয়াস নামক সাহিত্য পত্রিকার সম্পাদক মণ্ডলীর সাথে যুক্ত।.এবং 'শহর' পত্রিকার সহ সম্পাদকের দায়িত্বেও আছেন। ২০১৬ সালে 'শব্দের মিছিল' সাহিত্য গোষ্ঠীর তরফ থেকে 'আত্মার স্পন্দন' ১৪২৩ সম্মানপ্রাপ্ত হয়েছেন।