প্রকাশ বিশ্বাস। গল্পকার, কলামনিস্ট, আইন সাংবাদিকতা ও আইনজীবী। জন্ম ১৯৬৭ সালের ২ এপ্রিল, বাংলাদেশের মাণিকগঞ্জ জেলার ঘিওর থানার জোকা গ্রামে। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে সন্মান (এল এল.বি অনার্স) ও মার্স্টাস (এল এল.এম)। ১৯৯৩ থেকে ঢাকায় আইনপেশা ও আইন সাংবাদিকতা, দৈনিক ভোরের কাগজ, প্রথম আলো, নিউজ টুডে, একুশে টেলিভিশন, আমাদের সময় প্রমুখ প্রতিষ্ঠানে আাইন সাংবাদিকতা প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে কয়েকবছর পর্যন্ত দায়িত্বপালন। বতর্মানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কর্মরত।

প্রকাশিত বই: 'মোহরানা ইতিবৃত্ত' (প্রবন্ধগ্রন্থ, র‌্যামন পাবলিশার্স)