প্রণব পাল। কবি। জন্ম ১৯৫৪, ৫ই ডিসেম্বর।

প্রকাশিত গ্রন্থ ১২টি: 'ম্যাজিক ক্যানভাস' 'ভাষাবদলের কবিতা' 'একলা অর্কেস্ট্রা' 'নিষিদ্ধ ভুবন' 'শাস্ত্রহীন চলার বেদনা' 'ভাষাবদলের পদ্য' 'ভাষাবদলের গদ্য' 'রোদগ্রাফ' 'যাযাঘর' 'আগুন অ্যালবাম' 'ক্যানভাস সত্তর' (সম্পাদিত সংকলন) ও 'ভাষাবদলের মন্দাক্রান্তা ও অন্য কবিতা'।