প্রিয়াঙ্কা ভুঁইয়া। কবি। জন্ম এবং বেড়ে ওঠা শহর কলকাতার বুকে। বর্তমান নিবাস কলকাতা।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতক। পেশাগতভাবে পূর্ব রেলওয়েতে কর্মরত, নেশাগতভাবে লেখালেখির সঙ্গে যুক্ত। অবসরে বই পড়া, বেড়ানো, ফটোগ্রাফি, আবৃত্তি করা, বাগ্মিতা, গিটারের তারে সুর তোলা, গান শোনা, ক্রিকেট ও দাবা খেলা ভীষণ পছন্দের।