ফারসীম মান্নান মোহাম্মদী, পিএইচডি। গবেষক, বিজ্ঞান লেখক ও অধ্যাপক। জন্ম ১৯৭৫ সালে, বেড়ে ওঠা ঢাকায়।
তিনি জ্যোতির্বিজ্ঞান-চর্চা কর্মকাণ্ডের সাথে জড়িত। বুয়েট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন, এখন সেখানেই পড়ান। ক্যানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি। বাংলা একাডেমির একজন জীবন-সদস্য।
উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে ‘অপূর্ব এই মহাবিশ্ব’ (যৌথ, ২০১১), ‘মহাকাশের কথা (২০১১)’, ‘ন্যানো (২০১০)’, ‘অংকের হেঁয়ালি ও আমার মেজোকাকুর গল্প (২০০৭)’, ‘জ্যোতিঃপদার্থবিজ্ঞান পরিচিতি (২০০০)’ এবং ‘জ্যোতির্বিজ্ঞান শব্দকোষ (১৯৯৮)’। বাংলা একাডেমি থেকে প্রকাশিত পাঁচ খণ্ডের বিজ্ঞান বিশ্বকোষের তিনি অন্যতম লেখক-সংকলক ছিলেন। তিনি বাংলা একাডেমি থেকে বাংলা ১৪০৫-১৪০৬ সালের ‘হালিমা-শরফুদ্দিন বিজ্ঞান লেখক পুরস্কার’ পেয়েছেন।