ফারহানা রহমান। কবি ও গল্পকার। জন্ম ঢাকায়।  পিতা- মরহুম শেখ রহমত উল্লাহ ও মাতা- সালমা বেগম। লেখাপড়া করেছেন পল্লবী মডেল হাই স্কুল, লালমাটিয়া মহিলা কলেজ ও ইডেন মহিলা কলেজ। ইংরেজি সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েট। কৈশোরে সাহিত্যের প্রতি আকর্ষণ থেকেই কবিতা লেখালেখির শুরু। সেই সঙ্গে গল্প ও গদ্য রচনা ও ছবি আঁকায় সমান আগ্রহী। চলচ্চিত্র তাঁর বিশেষ দূর্বলতার জায়গা। আবৃত্তির প্রতিও তাঁর আকর্ষণ আছে। পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিলেও পরবর্তীতে তা আর করা হয়ে উঠেনি। বর্তমানে পারিবারিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টা ও লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। কবি ফারহানা রহমান অংশুমালী ম্যাগাজিনের বাংলাদেশ চ্যাপ্টারের সম্পাদক। প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি- অপরাহ্ণের চিঠি  (কাব্যগ্রন্থ), অপেরার দিনলিপি (কাব্যগ্রন্থ) এবং দিপাঞ্জলি (কাব্যগ্রন্থ)।