ফাহ্‌মিদা বারী। লেখক ও প্রকৌশলী।

জন্ম ২৩ শে নভেম্বর। পিতার কর্মসূত্রের সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাঁর শৈশব এবং কৈশোর কেটেছে। শিক্ষাজীবনের বড় একটা সময় অতিবাহিত হয়েছে রাজশাহীতে। স্কুল ও কলেজজীবন এই শহরেই সমাপ্ত করেছেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে সম্মিলিত মেধাতালিকায় স্থান লাভ করেছেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল বিভাগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত আছেন। বর্তমানে ডেপুটেশনে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লীডসে এনভায়ার্নমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

কৈশোরে স্কুল ম্যাগাজিন কিংবা দেওয়াল পত্রিকার মাধ্যমে লেখালেখিতে হাতেখড়ি ঘটলেও সেই অর্থে লেখালেখির সাথে সখ্য গড়ে ওঠে পরিণত বয়সে। গল্প কবিতা ডট কম ওয়েব পোর্টালে নিয়মিত লেখালেখির মাধ্যমেই তাঁর লেখক জীবনের সূচনা ঘটে। শুরুতে গল্প ও কবিতা দুই মাধ্যমে লিখলেও শেষপর্যন্ত গল্পের ভূবনেই নিজেকে থিতু করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৪ সাল থেকেই তিনি নিয়মিত লিখে আসছেন। উল্লেখযোগ্যবার বিজয়ীর আসন লাভ করেছেন। এছাড়াও ব্লগ ও অনলাইনভিত্তিক লেখালিখির সাথে নিয়মিত সম্পৃক্ততা রয়েছে।

২০১৫ সাল থেকে নিয়মিতভাবে একুশে বইমেলায় বিভিন্ন গল্প সংকলনে তাঁর লেখা গল্প প্রকাশিত হয়েছে। ২০১৮ এর বইমেলাতে তাঁর একটি উপন্যাস (নির্লজ্জ-প্রকাশনী দেশজ) ও একটি ছোটগল্প সংকলন (পরিধিবিহীন বৃত্ত- এক রঙ্গা এক ঘুড়ি) প্রকাশিত হয়েছে।

 তিনি মূলত জীবনধর্মী ঘরানায় লিখতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জননী।