ফয়জুল হাকিম। কবি, চিকিৎসক, ট্রেড ইউনিয়ন কর্মী ও মার্কসবাদী-লেনিনবাদী রাজনীতিক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি 'লালা ভাই' হিসেবে পরিচিত।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিনগুলিতে স্কুল ভেঙ্গে অগ্রজদের ডাকে মিছিলে যাওয়া যা আজও চলছে সমানে। মাঝে কবিতার সাথে দেখা- হাতে হাত রেখে যেন পথ চলা। স্বাধীনতা উত্তর বরিশাল শহরে কবিতা নিয়ে লিটল ম্যাগাজিন বের হতো। সে সময় তিনি 'শব্দফুল নীলিমা' নামে কবিতা সংকলন সম্পাদনা করতেন।

'৮০ দশকে সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, মেডিকেল গ্রাজুয়েশন লাভ, ৯০-র দশকে ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানে অংশগ্রহণ, একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনে যুক্ত থাকা, জাতীয় স্বার্থে তেল গ্যাস রক্ষার সংগ্রামে সক্রিয়তা ক্রমশঃই তাঁকে কবিতা থেকে বিছিন্ন করছে। নতুন শতকে প্রকাশিত কবিতাগুলো নিয়ে 'তোমার ছায়ার কথা কে না জানে' ও 'দু'হাতে অসহ্য আগুন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। এ দুটো বই তেমনভাবে পাঠকের কাছে পৌঁছাতে পারেনি। লেখকের সামাজিক দায়িত্বের কথা ভেতরে ভেতরে তাগাদা দিলেও জবরদস্তি করে লেখা তাঁর পছন্দ নয়। কেননা তাঁর মতে, কবিতা তো নিজেকেই পাঠ, তার সঙ্গে দীর্ঘ পথ রাগ করে চলা।