বাবলী হক। কবি ও লেখক। সত্তর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করেন। শৈশব ও কৈশোর কেটেছে পুরোনো শহরে। সেই স্মৃতির পটভূমিতে লেখা প্রথম উপন্যাস 'আম্বিয়াদাদি ও তার বিড়ালেরা'। মুলত গদ্য লেখেন তবে কবিতা পড়তে ভালোবাসেন লেখেন কম।