বেনজীন খান। দার্শনিক, লেখক ও প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা। জন্ম ৯ ডিসেম্বর ১৯৬৬, বাংলাদেশের যশোরে।

লেখাপড়া করেছেন 'ইসলামের ইতিহাস ও সভ্যতা'য় স্নাতকোত্তর। তিনি মূলত রাজনীতিক। রাজনৈতিক দায়িত্ব পালন করেন তুলনামূলক ধর্মতত্ত্ব, ইতিহাস, দর্শন ও সাহিত্যচর্চার মাধ্যমে। তাঁর প্রিয় সৃষ্টি ‘প্রাচ্যসংঘ্য’ বহুমাত্রিক জ্ঞানচর্চাকেন্দ্র। যশোরে অবস্থিত এই ‘প্রাচ্যসংঘ’ই তাঁর ধ্যানজ্ঞান। প্রাচ্যের ইতিহাস, ঐতিহ্য, দর্শন, সাহিত্য জীবনবোধ অনুশীলন ও প্রচার করা তাঁর এখনকার কাজ।

প্রকাশিত বই: 'সালমান রুশদীদের সেফ হ্যাভেন এবং একজন সম্মানিত বিবেক' (প্রথম প্রকাশ: ২০০২ কলকাতা মুদ্রণ: ২০১৬), 'ভিক্ষুকের পয়গাম' (২০১৬), 'এডওয়ার্ড ডব্লিউ সাঈদ আবিশ্ব বিবেকের কণ্ঠস্বর' (সম্পাদনা, ২০০৬), 'ভারতের আন্ত:নদী সংযোগ বাংলাদেশের বিপর্যয়' (সম্পাদনা, ২০০৯), 'ভাবমায়া' (২০১২), 'বুদ্ধির মুক্তি শিখা ও আবুল হুসেন' (প্রথম প্রকাশ: ২০০৬, দ্বিতীয় মুদ্রণ: ২০১৭), 'প্রকাশিত গদ্য' (২০০২), 'পশু কোরবানি: একটি বিকল্প প্রস্তাব' (সম্পাদনা, ২০০৫), 'দ্বন্দে ও দ্বৈরথে' (২০০৩), 'বিজ্ঞান মানুষের জন্য' (১৯৮৪), 'বাংলাদেশের ইতিহাস পর্য়ালোচনা ভবিষ্যতের সম্ভাবনার আালোকে' (যৌথ সম্পাদনা, ২০১১)।