বেবী সাউ। কবি ও প্রাবন্ধিক। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গে। মূলত কবিতা ও প্রবন্ধ লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ 'বনঘাঘরা', 'ইউথেনেশিয়া', 'গান লেখে লালনদুহিতা', 'ছয় মহলা বাড়ি', 'একান্ন শরীরে ভাঙো'। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্ত অঞ্চলের এক লুপ্তপ্রায় লোকসঙ্গীত নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা গ্রন্থ- 'কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত'।