ভাস্বতী গোস্বামী দিল্লি প্রবাসী বাঙালি কবি। তিনি মঞ্চ সঞ্চালক এবং থিয়েটার অভিনেতা।ভাস্বতী অনুবাদের কাজও করেন। ২০১৫-এ তাঁর দ্বিভাষিক কাব্যগ্রন্থ ভাবনা কলেজ/ Moon in the block প্রকাশিত হয়।২০১৫ তেই তাঁর অনুদিত রশীদ কিডোয়াইয়ের বই ’24 Akbar Road (বাংলায় ২৪ আকবর রোড) গ্রন্থটি প্রকাশিত হয়।