মঈনুস সুলতানের জন্ম সিলেট জেলার ফুলবাড়ি গ্রামে। যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব ম্যাাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে ডক্টরেট করেন। বছর পাঁচেক কাজ করেন লাওসে-একটি উন্নয়ন সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হিসাবে। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভারসিটি অব ম্যাসাচুসেটস্ এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেস এর। কন্সালটেন্ট হিসাবে জিম্বাবুয়ে, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, মেসিডোনিয়া, মোজাম্বিক ও কিরগিজস্তান প্রভৃতি দেশে কাজ করেন অনেক বছর। ২০১৪ সালে তাঁর “জিম্বাবুয়ে -বোবাপাথর সালানিনি” গ্রন্থটি বর্ষের সেরা বই হিসাবে প্রথম আলো পুরষ্কার পায়। একই সালে তিনি ভ্রমণ-সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কার লাভ করেন। সম্প্রতি লেখক ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস্ নামে একটি ফান্ডিং কর্মসূচির সমন্বয়কারী হিসাবে সিয়েরা লিওনের ফ্রিটাউনে কাজ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সান্তা-ফে শহরে বাস করছেন। পেশা হিসাবে স্যোশাল সার্ভিস প্রোগামে স্বেচ্চাসেবক হিসাবে যুক্ত আছেন। ব্যক্তিগত জীবনে প্রাচীন মুদ্রা, সূচিশিল্প, পাণ্ডুলিপি, ফসিল ও পুরানো মানচিত্র সংগ্রহের নেশা আছে।