মনসুর আজিজ। কবি। জন্ম ১৯৭৪ সালের ১৫ আগস্ট বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচরে। বর্তমান নিবাস ঢাকার মিরপুরে। পড়াশুনো করেছেন ব্যবস্থাপনায় স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর। এরপর এমবিএ।

লেখালেখির শুরু ১৯৮৭ সালে স্কুলে পড়াকালীন সময়ে। প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯২ সালে। ছড়া, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ লেখার পাশাপাশি করছেন অনুবাদ সাহিত্যের কাজ। সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ ‘আড্ডাপত্র’।

প্রকাশিত বই: কবিতা, কিশোরকবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য ও গবেষণা মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার বাইশটি গ্রন্থ। এরমধ্যে কাব্যগ্রন্থ : অতলান্ত নীলচোখ- ২০০২, অনন্তআকাশের জ্যোতির্ময় নক্ষত্র- ২০০৭, মনুষ্যত্বের ল্যাম্পপোস্ট- ২০০৯; শব্দের বেনারসি- ২০১১; জোড়াপাখি ফুলের রুমাল- ২০১২, জল ও জোয়ারের কাব্য- ২০১৪, আঁধারের নাকফুল-২০১৬, সুনির্বাচিত কবিতা-২০১৭, আত্মধ্যানের আসন- ২০২০। শিশুকিশোরকবিতাগ্রন্থ : নীল গালিচার স্বপ্ন- ২০০৭, হৃদয়পুরের রাজা- ২০০৮, মেঘের খোপায় পালক ভরে- ২০০৯; নতুন ভোরে হীরের কুচি- ২০১১; সবুজ পাতা আঁকতে জানি- ২০১৪। ছড়াগ্রন্থ : দুর্দিনের ছড়া-২০০৯। কিশোর উপন্যাস : ভেলায় চড়ে সারাবেলা- ২০০৮। কিশোর গল্প : রাজকুমারী-২০১৪, নির্বাচিত কিশোর গল্প- ২০১৮। কিশোর গদ্য : সোনালি রঙিন পৃথিবী- ২০১৭। উপন্যাস : জীবনবেলার বিকিকিনি-২০১৩। গল্পগ্রন্থ : দূর অতীতের কান্না-২০১৩। গবেষণা: শিশুর আচরণ শিশুর সাথে আচরণ-২০১৫।

সম্মাননা পেয়েছেন: লেখালেখির স্বীকৃতিস্বরূপ তিনি সাহিত্য সংস্কৃতি কেন্দ্র লেখক সম্মাননা ২০০৮, ‘এখন প্রতিচ্ছবি’ পুরস্কার ২০১৪ (ভারত), পদ্মরাগ সাহিত্য পুরস্কার ২০১৫ ও অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার লাভ ১৪২১, পলাশী সম্মাননা ২০১৯ (ভারত), দেশজ পা-ুলিপি পুরস্কার ২০১৯ সৈয়দ আলী আহসান পদক ২০২০ লাভ করেন।