মনিজা রহমান।  লেখক ও সাংবাদিক। জন্ম ৯ মার্চ, ঢাকার গেন্ডারিয়ায়; বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস।

অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।  ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কাজ করেছেন দীর্ঘ প্রায় ১৭ বছর। ২০১৪ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। বর্তমানে নিউইয়র্ক সিটির একটি স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রথম আলোর উত্তরের নকশা সম্পাদনা করেন। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সব মিলে এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বারোটি।

প্রকাশিত বই: 'আকাশ মানব বৃষ্টি মানবী' (গল্প সংকলন), 'অপ্সরার ওড়না' (গল্প সংকলন), 'সেই মুখ আর আমি' (গল্প সংকলন), 'শনিবারে ভালোবাসতাম রবিবারে না' (কবিতা), 'ভালো ভুত মন্দ ভুত' (ছোটদের উপযোগী গল্প সংকলন), 'গুরু শিষ্য' (ক্রীড়া বিষয়ক গল্প), 'সব প্রেম জমা থাকে প্রকৃতিতে' ( গল্প সংকলন), 'ঝর্ণার জলের কারাগার' (প্রবন্ধ সংকলন), 'যে যায় সে ভাটার পথিক' (প্রবন্ধ সংকলন), 'মেয়েটি আজন্ম পতিত থেকে গেল' (কবিতা), 'অশুভকাল' (উপন্যাস) এবং 'আকাশরেখার সীমানায়' (গল্প সংকলন)।